আপনার পরীক্ষার সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে এখানে জিজ্ঞাসা করুন।
এখনও কোনো প্রশ্ন জমা পড়েনি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
📅 প্রতিটি পরীক্ষা পরীক্ষার দিন সকাল 10 টা থেকে শুরু করে পরেরদিন রাত 10 টা পর্যন্ত দেওয়া যাবে।
🔹 পরীক্ষার নির্ধারিত সময় শেষে আর্কাইভ অপশন থেকে সমাধান ও বিস্তুারিত ব্যাখ্যাসহ উত্তরপত্র দেখা যাবে।
🔹 মডেল টেষ্ট প্রোগ্রাম শেষে প্রতিটি পরীক্ষার প্রাপ্ত নম্বরের সমন্বয়ে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
🔗 কিভাবে মডেল টেষ্ট প্রোগ্রামটি Submit করতে হবে তা দেখে নাও নিচের ভিডিওতে।
https://www.youtube.com/watch?v=cwsuj-5RTcw
এইচএসসি ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম ২০২৫
একদম শেষ মুহূর্তে সারাদেশে হাজারো শিক্ষার্থীদের মাঝে নিজেকে যাচাই করে নিতে Big Bang Exam Care নিয়ে এলো HSC-25 বিষয়ভিত্তিক ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম (Online & Offline).
তোমাদের বহু প্রতীক্ষিত HSC বোর্ড পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতদিন তোমরা নিজেদের মতো করে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছ। তবে বর্তমানে সময় এসেছে তোমাদের নেওয়া প্রস্তুতির প্রকৃত মূল্যায়ন করার। আর সঠিক মূল্যায়নের সবচেয়ে কার্যকর উপায় হলো বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। কারণ মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের শক্তি ও দুর্বল দিকগুলো সহজেই চিহ্নিত করতে পারে। যা চূড়ান্ত প্রস্তুতিকে আরও দৃঢ় ও লক্ষ্যভেদী করে।
শেষ মুহূর্তে HSC বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার মাধ্যমে বোর্ড পরীক্ষার মান, প্রশ্নের ধরন, সময় ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। যা তোমাদের পরীক্ষা ভিতি দূর করে অন্যান্যদের থেকে একধাপ এগিয়ে রাখবে।
প্রোগ্রামের বৈশিষ্ট্য:
সাবজেক্ট ভিত্তিক ফাইনাল মডেল টেস্টঃ ১৩টি
ফ্রি Q&A সার্ভিস
রয়েল কুইক প্রিপারেশন সিরিজ ১সেট ফ্রি
বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নে নিয়মিত পরীক্ষা
প্রতিটি পরীক্ষার পরে ডেডিকেটেড সল্ভ ক্লাস
গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর জন্য ফ্রি সেশন
পরীক্ষা শুরু ১০ মে।
কোর্স ফি: ৩০০০/- (৩০ এপ্রিলের মধ্যে ভর্তি হলে ১০০০টাকা ছাড়)
মোট প্রশ্ন: 0টি